অত্র শরাফপুর গ্রামে ছেলে মেয়েদের মাধ্যমিক স্তরের ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠান না থাকায় গ্রামের কিছু সংখ্যক আগ্রহী গুনীজন একত্রিত হইয়া শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের লেখাপড়া শেখার জন্য সম্পূর্ন নিজেদের উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে মরুহুম মোসলেহ উদ্দীন সরদার সাহেব সর্বপ্রথম ইং ১৯৭৬ সালের ১লা জানুয়ারী শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অতঃপর ০১/০৬/১৯৮১ইং সালে মাদ্রাসাটি নবম ও দশম শ্রেণি খোলার সরকারী অনুমতি লাভ করে এবং ০১/০৬/১৯৮৪ইং সাল হতে মাদ্রাসাটি এম,পি ও ভূক্ত হইয়া অদ্যাবধি অত্যান্ত সুনামের সহিত প্রতিষ্ঠানটি চলিয়া আসিতেছে। বতর্মানে অত্র মাদ্রাসায় ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী এবং ৩৫৯ জন ছাত্র/ছাত্রী রহিয়াছে। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সকল পাবলিক পরীক্ষা ও সরকারী আইনকানুন যথাযথ পালন পূর্বক উন্নয়নের দিকে এগিয়ে চলেছে।